হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি সিবিএস টিভিতে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের সেই দাবির প্রসঙ্গে বলেন, যাতে বলা হয়েছে যে এই সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনার সূচনা হতে পারে—“আমি মনে করি না আলোচনাগুলো এত দ্রুত শুরু হতে পারে।”
তিনি বলেন, কূটনৈতিক পথ কখনোই বন্ধ হয়নি, তবে আলোচনার পুনরারম্ভের আগে আমাদের এই ব্যাপারে নিশ্চিত হতে হবে যে, আলোচনা চলাকালীন আবার আমাদের ওপর সামরিক হামলা হবে না।
পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি
আমেরিকার এই দাবির বিষয়ে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নাকি ধ্বংস হয়ে গেছে, তিনি বলেন, “বোমা মেরে কেউ আমাদের সমৃদ্ধকরণ সম্পর্কিত জ্ঞান ও প্রযুক্তি ধ্বংস করতে পারবে না।”
এক প্রশ্নের জবাবে, “ইরান কি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে?”—তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি জাতীয় সম্মান ও গর্বে পরিণত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি আরও বলেন, ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে আমরা প্রমাণ করেছি যে আমরা আমাদের আত্মরক্ষা করতে সক্ষম, এবং যদি আবারো আগ্রাসন হয়, তবে আমরা অবশ্যই প্রতিরোধ করব।
আপনার কমেন্ট